Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নৌকার প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়টি স্রেফ ‘গুজব’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৭:১২ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৭:১২ PM

bdmorning Image Preview


নৌকার প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়টি স্রেফ ‘গুজব’ বলে দাবি করেছেন রাঙামাটি আসনের জাতীয় পার্টি প্রার্থী অ্যাডভোকেট পারভেজ তালুকদার।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে শহরের কাঠালতলীর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পারভেজ তালুকদার বলেন, ‘আমাকে হত্যা করা ছাড়া অন্য কোনো চাপের কাছে মাথা নোয়াবো না। ধুমকেতুর মতো বিজয় ছিনিয়ে নিতে চাই। জনমত জরিপে এক নম্বর পজিশনে আছি বলেই গুজব ছড়ানো হচ্ছে। পোস্টার ছেঁড়া হচ্ছে, নেতাকর্মীদের ভয়ভীতি ও বাধা দিচ্ছে নৌকা প্রতীকের কর্মীরা।’

গুজব ছড়ানো ব্যক্তিদের পুলিশে ধরিয়ে দিতে ২০ হাজার টাকা পুরস্কারেরও ঘোষণা দেন পারভেজ তালুকদার।   

জাতীয় পার্টির এই প্রার্থী বলেন, ‘নির্বাচিত হলে পাহাড়ি জেলা রাঙামাটিতে সি-প্লেন বিমানবন্দর স্থাপন করব। এ ছাড়া রাঙামাটির ৮০ হাজার পরিবারে একটি করে চাকরির ব্যবস্থা করা, রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন জেলার শিক্ষার্থীদের জন্য ৩০ শতাংশ কোটা রাখাব।’ 

Bootstrap Image Preview