Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নতুন সরকারের কাছে যা চাইলেন পপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৭:২৭ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৭:২৭ PM

bdmorning Image Preview


সাদিকা পারভিন পপি। অভিনেত্রী ও মডেল। সম্প্রতি অনন্য মামুনের পরিচালনায় তিনি অভিনয় করেছেন 'ইন্দুবালা' ওয়েব সিরিজে।

চলচ্চিত্রের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের কাজ করার ব্যপারে তিনি বলেন,  সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে গেছে। শুধু চলচ্চিত্র নয়, অনলাইনেও বিনোদননির্ভর নানা ধরনের সিরিজ তৈরি হচ্ছে।

তিনি বলেন, দর্শকও ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে স্মার্টফোন, স্মার্ট টিভি, কম্পিউটারে বিভিন্ন ওয়েব সিরিজ উপভোগ করতে পারছেন। এ ধরনের সিরিজের মাধ্যমে নতুন দর্শকের কাছে সহজেই পৌঁছানো সম্ভব।

'পপি' থেকে 'ইন্দুবালা' হয়ে ওঠার অভিজ্ঞতার ব্যপারে তিনি বলেন, এটি আমার প্রথম কাজ বলেই আলাদাভাবে প্রস্তুতি নিয়েছিলাম। 'ইন্দুবালা' এক শিক্ষিত সাহসী নারী, প্রতিবাদী কণ্ঠ। সমাজের অন্যায়-অপরাধের বিরুদ্ধে সোচ্চার এই নারীর প্রতিবাদ অহিংস উপায়ে। এই চরিত্রের মধ্যে চেনাজানা মানুষের ছায়া আছে। যেজন্য এই চরিত্রে অভিনয় অভিজ্ঞতা রোমাঞ্চকর ছিল।

জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ব্যাপারে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হোক- এটাই সবার আগে চাওয়া। রাত পোহালেই ভোট উৎসব, ভাবতেই ভালো লাগছে। নতুন দিনের প্রত্যাশা নিয়ে ভোট দিতে যাব। ভোটের মধ্য দিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেবো আমি। প্রতিটি বিষয়ের মতো নতুন সরকার চলচ্চিত্রের প্রতিও সুদৃষ্টি রাখবে- একজন নাগরিক হিসেবে এটাই আমার চাওয়া।

Bootstrap Image Preview