Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘দুটি কথা’য় ফারুকীর নির্বাচনী বার্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৭ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৭ PM

bdmorning Image Preview
‘দুটি কথা’য় ফারুকীর নির্বাচনী বার্তা


কাল সকাল আটটা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। এই নির্বাচনকে সামনে রেখে দেশে এখনই শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে।কি হতে যাচ্ছে আর কিইই বা হবে এবারের নির্বাচনে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের প্রত্যেকটি সচেতন নাগরিকের মাথায়। আগামী কালের নির্বাচনকে মাথায় রেখে দেশের অনেকেই অনেক রকম বার্তা দিচ্ছেন যার যার অবস্থান থেকে। নির্বাচনী বার্তা প্রদান থেকে বিরত নেই সাধারন মানুষ থেকে শুরু করে তারকা খ্যাতি সম্পন্ন মানুষজন। বাদ যায়নি দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী।আগামী কালের ভোটে সবাইকে শান্তিপুর্নভাবে অংশগ্রণ করার আহবান জানিয়ায়ে নিজের ফেসবুক ওয়ালে একটি নাতিদীর্ঘ পোস্ট করেছেন ফারুকী।

পাঠকদের জন্য নির্মাতা ফারুকীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

‘কালকে বাংলাদেশ ভোটে যাবে। এবারের ভোট নানা কারণে বিশিষ্টতা অর্জন করেছে। দুঃখজনক হলো এর বেশিরভাগ কারণই নেতিবাচক। এই কয়দিন যা হয়েছে, হয়েছে। এখন আমরা আশা করি সব হতাশা দূর করে শেষ পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচন দেখবে বাংলাদেশ, পেশাদারিত্বের পরিচয় দেবে আমাদের পুলিশ, সেনাবাহিনী, এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা।

জনগণের মাঝে যারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের বিজয় দেখতে চান তারা যেন দলে বলে কেন্দ্রে গিয়ে ভোট দেন। যারা বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের বিজয় দেখতে চান তারাও দলে বলে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।

আজকে দুটি কথা বলার আছে।

এক: কেউ কাউকে ভোট দিতে বাধা দেবেন না। কারণ এর মাধ্যমে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এবং সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনের বিজয়ী দিয়ে আমরা শক্তিশালী সরকার বা গণতন্ত্র কিছুই পাব না।

দুই: সবাই মিলে পরাজয়ের মূল্য কমাতে হবে। আমরা সবাই জানি, আমাদের দেশে কেউ হারতে চায় না। কারণ হারলে এখানে চড়া মূল্য দিতে হয়। এই সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে বিজয়ী দলকেই। বিরোধী দল এবং মতের জন্য সহনশীল পরিবেশ নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, কোনো না কোনো দিন আপনাকেও ক্ষমতার বাইরে থাকতে হবে। এখন সহনশীল আচরণ করার পুরস্কার তখন পাবেন।

Bootstrap Image Preview