দলীয় সরকারের অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। প্রথম বারের মতো এমন পরিবেশে নির্বাচন অনুষ্টিত হওয়াকে কেন্দ্র করে দেশসহ দেশের বাহিরের অনেক আন্তর্জাতিক সংস্থা সুষ্ঠ নির্বাচন হবে কি না তা নিয়ে আশংকা প্রকাশ করছে।
দেশের বাহিরের মোট ১৬ টি আন্তর্জাতিক সংস্থা এক যৌথ বিবৃতিতে বলছে, ‘নিয়ন্ত্রিত পরিবেশে নির্বাচন হচ্ছে এবং বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে।’ অ্যানফ্রেলসহ ১৬টি আন্তর্জাতিক মনিটরিং সংস্থা এই যৌথ বিবৃতি দিয়েছে।
শনিবার এক লিখিত যৌথ বিবৃতিতে তারা আরও বলছেন, অগণতান্ত্রিক নির্বাচনী পরিবেশে নিরাপত্তা বাহিনীদের হাতে সহিংসতার পরিবেশ, বিরোধীদলের বিরুদ্ধে আইন ও বিচারব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এছাড়া নাগরিক সমাজের প্রতি শত্রুভাবাপন্ন আচরণ, গণমাধ্যমের প্রতি হুমকি এসব মিলিয়ে সংস্থাগুলো মনে করছে, বাংলাদেশে একটি নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি হয়েছে; যেখানে মানুষের মুক্ত ইচ্ছাকে উপেক্ষা করা হয় এবং গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের মূলনীতির পথেই নেই।