Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মহাজোট প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন দিদার বখত

সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৭ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৬ PM

bdmorning Image Preview


সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ দিদার বখত তার প্রার্থীতা প্রত্যাহার করে মহাজোট মনোনীত প্রার্থী এড. মুস্তফা লুৎফুল্লাহকে সমর্থন দিয়েছেন।

শনিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন সৈয়দ দিদার বখত।

দিদার বখত সংবাদ সম্মেলনে বলেন, মহাজোটের মধ্যে দুই জন প্রার্থী থাকলে জামাত-বিএনপি মনোনীত প্রার্থী সুবিধাজনক অবস্থানে যাওয়ার সম্ভবনাই বেশি। বিধায় আমি আমার দলের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ এবং জেলা ও উপজেলা নেতাদের সাথে আলাপ আলোচনা করে মহাজোট মনোনীত প্রার্থী ওয়ার্কাস পার্টির এড. মুস্তফা লুৎফুল্লাহকে সমর্থন দিলাম।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা-১ আসনের মহাজোট মনোনীত প্রার্থী (ওয়ার্কার্স পার্টির) এড.মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview