Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভোটযুদ্ধে রংপুরের ছয় প্রার্থী ‘নিরুদ্দেশ’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫১ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:০৭ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ৬টি আসনে শেষ সময়ের খবরে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, আগামীকাল সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও ছয় প্রার্থীর পক্ষে তাদের নির্বাচনী এলাকার কোথাও পোস্টার নেই। হয়নি মাইকিং বা গণসংযোগ। এমনকি প্রার্থীদের একবারের জন্যেও দেখেনি সাধারণ ভোটাররা।

নিরুদ্দেশ ৬ প্রার্থী হলেন

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে বিএনএফের জিল্লুর রহমান (টেলিভিশন), বিকল্পধারার হারুন অর রশিদ (কুলা), রংপুর-৩ (সদর-সিটি কর্পোরেশন) আসনে খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল (দেওয়াল ঘড়ি), জাসদের সাখাওয়াত হোসেন রাঙ্গা (মশাল), রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বাসদের মমিনুল ইসলাম (মই) এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বিএনএফের মাসুদ সরকার মজনু (টেলিভিশন)।

সাধারণ ভোটারদের কাছে এসব প্রার্থী নিয়ে খুব বেশি আগ্রহ না থাকলেও সংশ্লিষ্ট দলের কর্মী-সমর্থকরা চাইছে তাদের প্রার্থীরা মাঠে নামুক। আবার অনেকেই বলছেন, জনগণের কাছে যারা অপরিচিত, তাদেরকে মনোনয়ন দিয়ে ভুল করেছে দলগুলো।

এ ব্যাপারে পীরগঞ্জ পৌরসভা এলাকার ভোটার শরিফুল ইসলাম জানান, অনেকেই ভোট করছেন, যাদের দলেরই লোক নেই। মাঠে না থেকে ভোটযুদ্ধে নাম লেখানোর ব্যাপারটা আমাদের কাছে বোধগম্য নয়।

Bootstrap Image Preview