Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপি প্রার্থীর বাসা থেকে দুই শীর্ষ নেতা গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০১:২৮ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০১:২৮ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবন থেকে দুই নেতাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ওই দুইজনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

শনিবার রাত পৌনে ৯ টার দিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালকে গ্রেফতা করা হয়।

প্রার্থী অমিত জানিয়েছেন, একদল পুলিশ তার ঘোপের বাড়ি ঘিরে ফেলে। গেট টপকে ভেতরে ঢুকে তারা নেতাকর্মীদের নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওয়ারেন্ট না থাকায় পুলিশকে গ্রেফতারে নিষেধ করা হয়।

তিনি বলেন, ‘আমি পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছি। বলেছি, ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার না করতে নির্বাচন কমিশনের নির্দেশনা আছে। তা সত্ত্বেও পুলিশ দুই নেতাকে আটক করে নিয়ে যায়।’

থানার ওসি অপূর্ব হাসান সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের কাছে খবর ছিল, ঘোপের ওই বাড়িটিতে বেশ কিছু লোক জড়ো হয়েছে। তারা নাশকতার পরিকল্পনা করছে। সেই কারণে অভিযান চালানো হয়। সেখান থেকে ওয়ারেন্টভুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।’

Bootstrap Image Preview