Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সোনাইমুড়িতে প্রিসাইডিং কর্মকর্তাকে কুপিয়ে জখম; নির্বাচনী সরঞ্জাম লুট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০১:৫১ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০১:৫১ AM

bdmorning Image Preview
সোনাইমুড়িতে প্রিসাইডিং কর্মকর্তাকে কুপিয়ে জখম; নির্বাচনী সরঞ্জাম লুট


নির্বাচনের আগ মুহুর্তে মধ্য রাতে নোয়াখালী-২ আসনের সোনাইমুড়ি উপজেলায় একটি ভোটকেন্দ্রে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় উপজেলা প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানকে কুপিয়ে আহত করা হয়েছে।

শনিবার রাত ১১টার দিকের এ হামলায় আরও আহত হয়েছে পুলিশ সদস্যসহ ৬ জন। হামলাকারীরা ব্যালট পেপার ও সিলসহ নির্বাচনী বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে গেছে বলে জানা যায়।

সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদ বলেন, উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মধ্য নাটেশ্বর গ্রামের এবতেদায়ী নূরানী মাদ্রাসা কেন্দ্রে রাতের আঁধারে হামলা চালায় কতিপয় দুর্বৃত্ত। তাদের হামলায় আহত প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্ত করা হয়েছে।

তিনি আরও জানান, হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই নোয়াখালী পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ ও তিনিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর তারা লুট হওয়া ভোটের সরঞ্জামাদি উদ্ধারে আশপাশে অভিযান চালান।

Bootstrap Image Preview