Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে সংসদের এক-তৃতীয়াংশ আসনেই নতুন প্রার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৩ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৩ AM

bdmorning Image Preview


এবারের জাতীয় নির্বাচনে শতাধিক নতুন মুখের ওপর নির্ভর করে জয়ের আশা করছে আওয়ামী লীগ ও বিএনপির। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায় ৪৬ নতুন মুখ অংশ নিচ্ছে। পাশাপাশি বিএনপি থেকে অংশ নিচ্ছে অর্ধশতের বেশি।

উভয় দলের নতুন মুখের তালিকায় রয়েছেন- সাবেক সচিব, সাবেক আইজিপি, প্রধানমন্ত্রীর এপিএস, জাতীয় দলের ক্রিকেটার ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক ছাত্রনেতা, বর্ষীয়ান ও প্রয়াত নেতাদের পরিবারের সদস্য, ব্যবসায়ী, শিল্পী ও সাংবাদিক।

অনেক আসনের সংসদ সদস্য মারা যাওয়ায় সেখানে খালি হওয়ায় নতুন মুখ দেয়া হয়েছে। কোথাও আবার পুরনোদের বাদ দিয়ে নতুনদের স্থান করে দেয়া হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে প্রার্থী হচ্ছেন ১ হাজার ৮৬১ জন। এসব প্রার্থীর মধ্যে শতাধিক হচ্ছেন নতুন প্রার্থী।

আওয়ামী লীগে নতুন মুখ: ফরিদপুর-১ আসনে রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব মনজুর হোসেন, কিশোরগঞ্জ-২ আসনে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ, সিলেট-১ আসনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি একে আবদুল মোমেন, পটুয়াখালী-৩ আসনের এসএম শাহজাদা, মাগুরা-১ আসনে সাইফুজ্জামান (শিখর), বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। বাগেরহাট-২ শেখ সারহান নাসের (তন্ময়), খুলনা-২ আসনে শেখ সালাহউদ্দিন (জুয়েল), নেত্রকোনা-৩ অসীম কুমার উকিল, শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন (অপু)। শরীয়তপুর-২ আসনে একেএম এনামুল হক (শামীম), মাদারীপুর-৩ আসনে আবদুস সোবহান (গোলাপ)। চট্টগ্রাম-৯ আসনে মহিবুল হাসান চৌধুরী (নওফেল), টাঙ্গাইল-৩ আসনে আতাউর রহমান খান, পিরোজপুর-১ আসনের শ ম রেজাউল করিম।

এদিকে ঢাকা-১৩ আসনে সাদেক খান। কুমিল্লা-২ আসনে সেলিমা আহমাদ, টাঙ্গাইল-৮ আসনে জোয়াহেরুল ইসলাম।

নওগাঁ-৫ আসনে নিজাম উদ্দিন জলিল, নেত্রকোনা-১ আসনে মানু মজুমদার, নেত্রকোনা-২ আসনে আশরাফ আলী খান, গাজীপুর-৩ আসনে ইকবাল হোসেন, জামালপুর-৫ আসনে মোজাফফর হোসেন, পাবনা-২ আসনে আহমেদ ফিরোজ, খুলনা-৬ আসনে আকতারুজ্জামান বাবু এবং টাঙ্গাইল-৬ আসনে আহসানুল ইসলাম (টিটু)।

বিএনপিতে নতুন মুখ : ঢাকা বিভাগের ঢাকা-২ আসনে ইরফান ইবনে আমান, ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবী, ঢাকা-৯ আসনে আফরোজা আব্বাস, ঢাকা-১১ আসনে শামীমা আরা বেগম, ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরব, ঢাকা-১৩ আসনে আবদুস সালাম, ঢাকা-১৪ আসনে সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু, ঢাকা -১৬ আসনে আহসান উল্লাহ হাসান। গাজীপুর-২ আসনে সালাউদ্দিন সরকার, গাজীপুর-৪ আসনে শাহ রিয়াজুল হান্নান, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনে আ কা আজাদ সিদ্দিকী, মাদারীপুর-১ আসনে সাজ্জাদ হোসেন সিদ্দিকী, মাদারীপুর-২ আসনে মিলটন বৈদ্য, মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান তালুকদার, শরীয়তপুর-৩ আসনে মিয়া নুরুদ্দিন আহমেদ।

খুলনা বিভাগের মধ্যে ঝিনাইদহ-১ আসনে আসাদুজ্জামান, ঝিনাইদহ ৪ আসনে সাইফুল ইসলাম ফিরোজ, যশোর-১ আসনে মফিকুল হাসান তৃপ্তি, যশোর ৩ আসনে অনিন্দ্য ইসলাম, খুলনা ৩ আসনে রকিবুল ইসলাম বকুল।

এছাড়া সিলেট-১ আসনে আ মুক্তাদীর চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে খালেদ হোসেন, কুমিল্লা-৩ আসনের কাজী মজিবুল হক, চাঁদপুর-১ আসনে মোশাররফ হোসেন, ফেনী-১ আসনে মুন্সি রফিকুল আলম, ফেনী-৩ আসনে আকবর হোসেন, চট্টগ্রাম-২ আসনে আজিম উল্লাহ বাহার, চট্টগ্রাম-৮ আসনে আবু সুফিয়ান, খাগড়াছড়িতে শহিদুল ইসলাম ভূঁইয়া।

এদিকে ময়মনসিংহ বিভাগের মধ্যে শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন, নেত্রকোনা-১ আসনে কায়সার কামাল। রাজশাহী বিভাগের মধ্যে বগুড়া-৩ আসনে মাছুদা মোমিন, বগুড়া-৪ আসনে মোশারফ হোসেন, নওগাঁ-৩ আসনে পারভেজ আরেফিন সিদ্দিকী, রাজশাহী-৩ আসনে শরিফুল হক মিলন, নাটোর-১ আসনে কামরুন্নাহার শিরীন, নাটোর-২ আসনে সাবিনা ইয়াসমিন, সিরাজগঞ্জ-১ আসনে রুমানা মোরশেদ কনকচাঁপা, সিরাজগঞ্জ-৬ আসনে এমএ মুহিত, পাবনা-৪ আসনে হাবিবুর রহমান, পঞ্চগড়-১ আসনে নওশাদ জমির, পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন, লালমনিরহাট-১ আসনে হাসান রাজীব প্রধান, রংপুর -৪ আসনে এমদাদুল হক ভরসা।

Bootstrap Image Preview