Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে ভোর থেকে কেন্দ্রে তরুণরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:১৮ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:১৮ AM

bdmorning Image Preview
প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে ভোর থেকে কেন্দ্রে তরুণরা


এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংহভাগ তরুন ভোটার। অনেক তরুণই এবার জীবনের প্রথম ভোট দেবেন আর জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে ভোর থেকেই কেন্দ্রে তরুণ ভোটাররা।

ভোটের দিন রবিবার সকাল ৬টায় রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় বালক শাখায় প্রায় দুই শতাধিক তরুণ ভোটার দেখা গেছে। তখনও রাতের আধার কাটেনি। তবুও দলে দলে কেন্দ্রে আসছেন ভোটরা। অধিকাংশ ভোটারই তরুণ যারা জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন এই উত্তেজনার ছাপ তাদের চোখে মুখে স্পষ্ট প্রতীয়মান।

তাদের মধ্যে একজন সাজ্জাদ ইসলাম। সবে মাত্র ১৮ বছর পেরিয়েছেন। তিনি শেরে বাংলানগরে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ।

তিনি বলেন, জীবনের প্রথম ভোট। কাঙ্খিত ভোট দিয়ে সকাল সকাল বাসায় যাবো। সাজ্জাদের পেছনে দাঁড়িয়ে তারিকুল ইসলাম তারিক (১৯)। সাজ্জাত বলেন, সকাল ৬টা আসছি ভোট দিতে। পরে আসলে লাইন অনেক বড় হবে তাই তাড়াতাড়ি আসছি।

এছাড়া রাজধানীর বড়বাগ মিরপুর থেকে ভোটকেন্দ্রে আসছেন মোহাম্মদ রহিম। তিনি বর্তমানে লেগুনা চালক। সবার আগে ভোট দিতেই ভোটকেন্দ্রে এই তরুণ।

Bootstrap Image Preview