স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ঢাকা-৮ আসনের ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
আজ সকাল ৯টা এই কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। এর আগে তিনি সকাল ৮টা ৪৫ মিনিটে কেন্দ্রে আসেন।
তার সঙ্গে ছিলেন তার দুই মেয়ে সারা হোসেন ও দিনা হোসেন এবং তার স্ত্রী হামিদা হোসেন।
এর আগে গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কামাল হোসেন বলেন, আমি ভোট দিতে বেরুবো সকাল ৮টা থেকে ৯টার মধ্যে। আমার বাসার কাছেই যে কেন্দ্র আছে, ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্রে পায়ে হেঁটে যাব।