আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবদুর রহমান বলেছেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা বেশ উৎসাহ উদ্দীপনার সাথে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাদিকার প্রয়োগ করছে।
আজ সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুলের অভিযোগের প্রেক্ষিতে রহমান বলেন, ফখরুলের বক্তব্য যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এরকম অভিযোগ করছেন। তারা মিথ্যাচারের কল্পকাহিনি রচনা করার চেষ্টা করছে। নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত জেনে পরাজয়ের কালিমা ঢাকতেই তারা এ ধরনের কথা বলছেন।
তিনি আরও বলেন, সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চললেও আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি-জামায়াতের কর্মীরা প্রশাসনের কাছ থেকে দুটি অস্ত্র কেড়ে নিয়েছে।