Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিকল্পধারার প্রার্থী এইচ এম গোলাম রেজা’র নির্বাচন বর্জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:৪১ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:৪১ AM

bdmorning Image Preview


ভোট কারচুপির অভিযোগ এনে সাতক্ষীরা-৪ আসনের বিকল্পধারার কুলা প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজা নির্বাচন বর্জন করেছেন।

আজ রবিবার সকাল ৮টা ৫১ মিনিটে এই প্রতিবেদকের কাছে ভোট কারচুপির অভিযোগ এনে এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার জনগণের জীবনের নিরাপত্তা আগে। পরে নির্বাচন।

তিনি বলেন, তার নির্বাচনী এলাকার ১৩৯টি কেন্দ্রে প্রশাসনের প্রত্যক্ষ সহায়তায় রাতে ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে বাক্স ভরা হয়েছে। আমার কর্মীরা প্রতিবাদ করেও তা রোধ করতে পারেনি।

তিনি আরও বলেন, আমার নিশ্চিত বিজয় রাতেই ডাকাতি করা হয়েছে। সকালে কোন কেন্দ্রের পোলিং অফিসার ব্যালট বই এবং বাক্সের হিসাব দিতে পারছেনা। আমার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। মামলা এবং গ্রেফতারের ভয় দেখানো হচ্ছে। এমতাবস্থায় আমার কর্ম সমর্থকদের জীবনের নিরাপত্তা বিবেচনায় আমি নির্বাচন ছেড়ে দিতে বাধ্য হয়েছি।

Bootstrap Image Preview