Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেরপুরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০১:২৮ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০১:২৮ PM

bdmorning Image Preview
শেরপুরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন


কেন্দ্র ও ভোটগ্রহণের সময় নানা অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল ভোট বর্জনে ঘোষণা দিয়েছেন। ভোটের দিন রবিবার শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সাবেক এ সংসদ সদস্য বলেন, ‘গতকাল রাতের আধারেই অধিকাংশ ভোট কাস্ট করে নিয়েছে আওয়ামী লীগ। আজ ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে সকল কেন্দ্র থেকেই আমার পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। কর্মী-সমর্থকদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না।’ এসব অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করার ঘোষণা দেন বিএনপি প্রার্থী রুবেল।

জানা যায়, দীর্ঘদিন বিএনপির দখলে থাকা আসনটি ২০০৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ভাতিজা রুবেলকে পরাজিত করে আওয়ামী লীগের তৎকালীন নতুন মুখ বর্তমান সংসদ সদস্য একেএম ফজলুল হক বিপুল ভোটে জয়ী হয়ে চমক দেখান। যার ধারাবাহিকতায় এ আসনে তিনিই একমাত্র টানা দুবারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে রুবেল তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবার ১৯৯৪ সালে জানুয়ারিতে স্বতন্ত্র এবং পরে ধানের শীষ প্রতীক নিয়ে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন ও ২০০১ সালে সংসদ সদস্য হন রুবেল।


 

Bootstrap Image Preview