Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সন্ধ্যা ৬টায় ‘সিদ্ধান্ত’ জানাবে ঐক্যফ্রন্ট: ড.কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০২:৪৪ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০২:৪৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


একাদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ নিয়ে সন্ধ্যা ৬টায় (রবিবার) নিজেদের ‘সিদ্ধান্ত’ জানাবেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ের নীচে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

রোববার দুপুর পৌনে ২টার দিকে মতিঝিল গণফোরামের কার্যালয়ে ড. কামাল বলেন, সারাদেশ থেকে অনিয়ম, ভোট কারচুপি, হামলা ও গ্রেফতারের তথ্য আমরা পেয়েছি। আমরা আরও তথ্য সংগ্রহ করছি। এগুলো নিয়ে শীর্ষ নেতারা বৈঠকে বসবো।

বৈঠক শেষে সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করে ‘সিদ্ধান্ত’ জানানো হবে বলে জানান তিনি।

এর আগে সকালে রাজধানীর ভিকারুননিসা স্কুল কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, সারাদেশ থেকে ঐক্যফ্রন্টের প্রার্থীরা ফোন করে জানাচ্ছেন তাদের এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। অনেক কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

Bootstrap Image Preview