ভোটগ্রহন শেষ হয়েছে বিকেল চারটার সময়। ভোটগ্রহণ শেষ হবার সাথে সাথে শুরু হয়েছে গণনা। এই মুহুর্তে আমাদের হাতে এসে পৌছেছে নড়াইল-২ আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল।
এই আসনে আওয়ামী লিগ মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন মাশরাফি বিন মর্তুজা এবং তার সাথে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঐক্যফ্রন্ট মনোনীত ড. ফরিদুজ্জামান ফরহাদ।
এখন পর্যন্ত যে ফলাফল আমাদের হাতে এসে পৌছেছে টা তুলে ধরা হলোঃ
মাশরাফিঃ ৩৮০৪ ভোট
ড. ফরিদুজ্জামানঃ ৩০১ ভোট
এর আগে আজ রোববার দুপুরে নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে স্ত্রী সুমনা হক সুমিকে নিয়ে ভোট প্রদান করেন মাশরাফি ।
ভোট প্রদান শেষে মাশরাফি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, ‘সব জায়গায় সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন পর্যন্ত প্রায় ৪০টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা ভোট কারচুপির খবর পাওয়া যায়নি।’
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, নড়াইলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন নিশ্চিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।