দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট বর্জন করেছেন প্রায় ৫০ জনের মতো প্রার্থী।
এ দিকে অসমর্থীত তথ্যানুসারে, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকার চেয়ে এগিয়ে আছে ধানের শীষ।
এই আসনটিতে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা নিয়ে লড়ছেন এমএম শাহীন ও সুলতান মো. মনসুর লড়ছেন ধানের শীষ প্রতিক নিয়ে।
আসনটির ৯৩টি কেন্দ্রের মধ্যে ১টি কেন্দ্রের ভোটের ফল অসমর্থিত সূত্রে জানা গেছে। এমএম শাহীন পেয়েছেন ৩০০ ভোট ও সুলতান মো. মনসুর পেয়েছেন ১১০০টি ভোট।
প্রসঙ্গত, এই আসনটিতে (কুলাউড়া) ২ লাখ ৪১ হাজার ১৬৮ জন ভোটার আছে।