Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৬:১৯ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৬:২২ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছছিলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের। বিকেল চারটার সময় ভোটগ্রহণ শেষ করে শুরু হয়েছে গণনাও। ভোটগ্রহণ চলাকালীন সময়ে এখন পর্যন্ত বেশ কিছু কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে এবং নিহত হয়েছেন অনেকেই। তারই ধারাবাহিকতায় গাজীপুরের হারিনালে লিয়াকত নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার দুপুর দেড়টার দিকে হারিনাল বাজারে এ ঘটনা ঘটে।গাজীপুর নগর আওয়ামী লীগের সভাপতি ওয়াজউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লিয়াকত নগর আওয়ামী লীগের সদস্য ছিলেন।

উল্লেখ্য এখন পর্যন্ত সারাদেশে নির্বাচনী সহিংসতায় মোট ১৬ জন  নিহত হয়েছে বলে জানা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে।

Bootstrap Image Preview