Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২৩০৮৮১ ভোট পেয়ে জুনাইদ আহমেদ পলকের জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৭:১৮ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৭:১৯ PM

bdmorning Image Preview


দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। বেশ কিছু আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছেন।

এ দিকে নাটোর-৩ আসনে বিপুল ভোটে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন জুনাইদ আহমেদ পলক। তিনি নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ২৩০৮৮১।

সিংড়া উপজেলার ১১৮ টি কেন্দ্র হতে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী ২,২২,১৩১ ভোটের ব্যাবধানে নৌকা মার্কায়ে বিজয়ী করায় প্রিয় সিংড়াবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জুনাইদ আহমেদ পলক।

এদিকে একই আসনে বিএনপি প্রার্থী ছিলেন দাউদার মাহমুদ। কেন্দ্রে প্রকাশ্য সিলমারতে বাধ্য করা ও এজেন্টদের মারপিট করার অভিযোগ এনে দুপুর আড়াইটার দিকে ভোট বর্জন করেন তিনি। তিনি পেয়েছেন ৮৭৫০ ভোট।

Bootstrap Image Preview