জামালপুর-৩ আসনে বিজয়ী হলেন মহাজোটের প্রার্থী মির্জা আজম।
রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ১৩৯ কেন্দ্রের মধ্যে সবগুলোর ভোট গণনা শেষে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আহমদ কবির বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।
নৌকা প্রতীক নিয়ে মির্জা আজম পেয়েছেন ৩ হাজার ৮৬ লাখ ৮২৮ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪, ৬৬৬ ভোট।
জামালপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। তারা হলেন-মির্জা আজম (আওয়ামী লীগের নৌকা প্রতীক), মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপির ধানের শীষ প্রতীক), মুনজুর আহাদ হেলাল (জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক), শিবলুল বারী রাজু (সিপিবির কাস্তে প্রতীক), আব্দুল হাকিম শান্তি (জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক) এবং বোরহান উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক)। এ আসনে মোট ভোটার ৪ লাখ ২৫ হাজার ১৮৮ জন।