একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনে ভোটগ্রহণ শেষে গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারি সলাফল অনুযায়ী মহিউদ্দীন খান আলমগীর বেসরকারিভাবে জয়ী (নৌকা ১,৯৭,৬৬৬), নিকটতম: মোশাররফ হোসেন (ধানের শীষ ৭,৯০৪)।
সকাল থেকে ভোট গ্রহন শুরু হয়ে এই আসনে বিকেল চারটার সময় ভোটগ্রহণ শেষ হয়। গনণা শেষে এই এই ফলাফল জানা যায়।
উল্লেখ্য, এই আসনের পরাজিত প্রার্থী ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।