মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহিদুজ্জামান ১ লাখ ৬৯ হাজার ১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন পেয়েছেন ৭ হাজার ৯০০ ভোট।
রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ৮৩টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ভোট গণনা শেষে এ ফলাফল জানা যায়।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিল ২ লাখ ২৬ হাজার ২৮৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন ও নারী ভোটার ১ লাখ ১৪ হাজার ৭০১ জন। নতুন ৩টি ভোটকেন্দ্রসহ মোট ৮৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।