একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২: আসনে ভোটগ্রহণ শেষে গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।
বেসরকারি সলাফল অনুযায়ী ২,৮১,০৪৫ ভোট পেয়ে মহাজোটের প্রার্থী হাসানুল হক ইনু বেসরকারিভাবে জয়ী হয়েছেন। নৌকার নিকটতম আহসান হাবিব লিংকন ধানের শীষ পেযেছেন ৩৬,৭৭৪ ভোট।
সকাল থেকে ভোট গ্রহন শুরু হয়ে এই আসনে বিকেল চারটার সময় ভোটগ্রহণ শেষ হয়। গনণা শেষে এই এই ফলাফল জানা যায়।