Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মানিকগঞ্জ-২ আসনে ২,৭৮,৮১৬ ভোট পেয়ে জয়ী মমতাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:২১ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:০৬ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে ভোটগ্রহণ শেষে গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম। দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন।

তিনি ২ লাখ ৭৮ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৩১ ভোট।

সিঙ্গাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি আসন নিয়ে মানিকগঞ্জ-২ নির্বাচনী এলাকা। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ২৪৫। সব কেন্দ্রেরই ফল ঘোষণা করা হয়েছে।

মানিকগঞ্জ-২ আসনের অন্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মোহাম্মদ আলী এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের (ফুলের মালা) ফেরদৌস আহমেদ আসিফ।

এর আগে ২০১৪ সালের নির্বাচনেও জয়ী হন মমতাজ বেগম।

Bootstrap Image Preview