Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যত ভোট পেলেন সাঈদীর ছেলে শামীম সাঈদী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:২২ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:২২ AM

bdmorning Image Preview


দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। বেশ কিছু আসনে ছাড়া বেসরকারিভাবে প্রায় সকল আসনেই ফলাফল ঘোষণা করা হয়েছে।

এ দিকে পিরোজপুর-১ আসনে নৌকা প্রতীকে ৩ লাখ ৩৭ হাজার ৬১০ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন শ ম রেজাউল করিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম সাঈদী ধানের শীষ প্রতীকে ৮ হাজার ৩০৮ ভোট পেয়েছেন।

রবিবার জেলা রিটানিং কর্মকর্তা আবু আলী মো. সাজ্জাদ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

প্রসঙ্গত, পিরোজপুর ১ আসনে মোট ৪ লাখ ২ হাজার ১০৮ ভোটার। এটি ২টি পৌরসভা ও ২৬টি ইউনিয়ন নিয়ে গঠিত।

Bootstrap Image Preview