Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শামা ওবায়েদকে বিপুল ভোটে পরাজিত করলেন সাজেদা চৌধুরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৫০ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৫০ AM

bdmorning Image Preview


দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। বেশ কিছু আসনে ছাড়া বেসরকারিভাবে প্রায় সকল আসনেই ফলাফল ঘোষণা করা হয়েছে।

এ দিকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা- কৃষ্ণপুর) আসনে নৌকার প্রার্থী সাজেদা চৌধুরী বিপুল ভোটে জয়ী হয়েছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী পেয়েছেন দুই লাখ ১৯ হাজার ২০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শামা ওবায়েদ পেয়েছেন ১৪ হাজার ৮৮৫ ভোট। বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়।

এ আসনে এবার মোট ১২৩টি ভোট কেন্দ্র ও ২ লাখ ৮৭ হাজার ৩৭০ জন ভোটার ছিলেন। আসনটি মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণের ৩ ঘণ্টা পর ধানের শীষ প্রার্থী বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ভোট বর্জন করেন।

Bootstrap Image Preview