Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত যিনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ১১:৫০ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ১১:৫০ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা। নির্বাচনে ভোটের রেকর্ড গড়েছেন ডজনখানেক প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে অনেক হেভিওয়েটের জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিপরীতে ক্ষমতাসীন দলের বহু প্রার্থী লাখ লাখ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

ভোট প্রাপ্তির দিক থেকে অতীতের যে কোনো রেকর্ডকে ছাড়িয়ে গেছেন এবারের নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী। স্বাভাবিকভাবেই ভোট প্রাপ্তির দিক থেকে ইতিহাস গড়া এসব প্রার্থী নৌকা মার্কার।

এবার সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডা. এনামুর রহমান। তিনি ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগ প্রার্থী ছিলেন। এই আসনে অবশ্য দেশের ৩০০ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার ছিল, ৭ লাখ ৪৭ হাজার ৩০১ জন।

এনামুর রহমান একাই পেয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৯৮১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির দেওয়ান মো. সালাউদ্দিন পেয়েছেন ৬৯ হাজার ৪১০ ভোট। অর্থাৎ ৪ লাখ ১৯ হাজার ৫৭১ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন এনামুর রহমান।

এত বড় ব্যবধানে জয় বাংলাদেশের ইতিহাসে রেকর্ড।

Bootstrap Image Preview