Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তিন ফর‌ম্যাটে বোলিংয়ে শীর্ষ পাঁচে যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:১৯ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:২৬ PM

bdmorning Image Preview


চলতি বছর টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ওয়াডেতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। সংক্ষিপ্ত ভার্সন টি-২০তে সবচেয়ে বেশি উইকেট ঝুলিতে ভরেছেন অস্ট্রেলিয়ার এন্ড্রু টাই।

১০ টেস্টের ২০ ইনিংসে ১০৪৪ রানে ৫২ উইকেট শিকার করেছেন রাবাদা। যার স্বীকৃতি হিসেবে আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ বোলারাদের শীর্ষস্থান ধরে রেখেছেন রাবাদা। তবে চলতি বছরে টেস্টে সর্বোচ্চ ৪৩টি উইকেট নিয়েছে বাংলাদেশের তাইজুল ইসলাম। 

ওয়ানডেতে ৪৮ উইকেট নিয়ে সেরা রশিদ। ২০ ম্যাচের ২০ ইনিংসে ১৭৮ ওভার বল করে ৬৯৪ রান দিয়েছেন আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ দ্বিতীয় স্থানে থাকা রশিদ।

ছোট ফরম্যাটে ১৯ ম্যাচের ১৮ ইনিংসে ৩১ উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেট টাই’র। তবে আইসিসি টি-২০ র‌্যাংকিং-এ প্রথম দশজনে নাম নেই তার।

ক্রিকেটের তিন ফরম্যাটের কোনটিতে সেরা পাঁচে নেই বাংলাদেশের কোন বোলার।

টেস্টে বেশি উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার :

বোলার ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ১০ ২০ ৩৩১.১ ১০৪৪ ৫২
দিলরুয়ান পেরেরা (শ্রীলংকা) ১১ ২১ ৪৭০.০ ১৪৬৬ ৫০
নাথান লিঁও (অস্ট্রেলিয়া) ১০ ২০ ৬১৫.৩ ১৬৬৭ ৪৯
জসপ্রিত বুমরাহ (ভারত) ৯ ১৮ ৩৭৯.৪ ১০০৯ ৪৮
মোহাম্মদ সামি ভারত) ১২ ২৩ ৩৮৩.৫ ১২৬৮ ৪৭

ওয়ানডেতে বেশি উইকেট শিকারী পাঁচ বোলার :

বোলার ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
রশিদ খান (আফগানিস্তান) ২০ ২০ ১৭৮.০ ৬৯৪ ৪৮
কুলদীপ যাদব (ভারত) ১৯ ১৯ ১৭২.২ ৮০০ ৪৫
আদিল রশিদ (ইংল্যান্ড) ২৪ ২৩ ২১৩.০ ১১৫৪ ৪২
মুজিব উর রহমান (আফগানিস্তান) ২০ ২০ ১৮৮.০ ৭২৩ ৩৭
তেন্ডাই চাতারা (জিম্বাবুয়ে) ২১ ২১ ১৫৪.৫ ৮১১ ৩০

টি-২০তে বেশি উইকেট শিকারী পাঁচ বোলার :

বোলার ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
এন্ড্রু টাই (অস্ট্রেলিয়া) ১৯ ১৮ ৬৮.৩ ৫৮৭ ৩১
শাহদাব খান (পাকিস্তান) ১৯ ১৯ ৭৩.৪ ৪৮৮ ২৮
বেন স্টানলেক (অস্ট্রেলিয়া) ১৬ ১৬ ৫৯.০ ৪৬০ ২৫
রশিদ খান (আফগানিস্তান) ৮ ৮ ৩০.০ ১৯১ ২২
কুলদীপ যাদব (ভারত) ৯ ৯ ৩৪.৩ ২০৬ ২১

Bootstrap Image Preview