Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শীর্ষে মোমিনুল, দুই ও তিনে মুশফিক-মাহমুদুল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:১৮ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:১৮ PM

bdmorning Image Preview


চলতি বছর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুল হক। ওয়ানডেতে হয়েছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দেশের জার্সিতে টি-২০ সবচেয়ে বেশি রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

বাংলাদেশের হয়ে ৮টি টেস্ট এ বছর খেলেছেন মোমিনুল। ১৫ ইনিংসে ৬৭৩ রান করেছেন তিনি। কোন হাফ-সেঞ্চুরি না পেলেও ৪টি সেঞ্চুরি করেছেন মোমিনুল। ব্যাটিং গড়- ৪৪ দশমিক ৮৬। সর্বোচ্চ ইনিংস ১৭৬ রান। গত জানুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামে ১৬টি চার ও ১টি ছক্কায় ২১৪ বলে ১৭৬ রান করেন মোমিনুল।

এছাড়া নভেম্বরে প্রথমে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় ১৬১ রানের ইনিংস খেলেন। একই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চিটাগংয়ে ১২০ রান করেন। 

টেস্টে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান মুশফিক ও মাহমুদুল্লাহ’র। মুশফিক ৮ ম্যাচে ১৫ ইনিংসে ৩৫ গড়ে ৪৯০ রান করেন। ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি হাঁকান মুশি। এছাড়া নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানের অপরাজিত ইনিংসটিও ছিলো।

মুশফিকের চাইতে মাত্র ১৪ রান কম করেছেন মাহমুদুল্লাহ। ৮ ম্যাচের ১৫ ইনিংসে ৩৯ দশমিক ৬৬ গড়ে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৪৭৬ রান করেছেন মাহমুদুল্লাহ। নভেম্বরে জিম্বাবুয়ের সঙ্গে অপরাজিত ১০১ রানের ইনিংস ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৬ রানের ইনিংস খেলেন। 

Bootstrap Image Preview