২০১৮ সাল শেষের পথে। ক্রিকেট অঙ্গনে চলছে বিদায়ী বছরের হিসেবনিকেশ। বিভিন্ন মাধ্যম প্রকাশ করছে ভিন্ন ফরম্যাটে বর্ষসেরা একাদশ।
এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির সেই একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।
চলতি বছরে ওয়ানডেতে ১৮ ম্যাচের ১৮ ইনিংসে ৬৩০ রান খরচ করে ২৯ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। গেল সেপ্টেম্বরে আবুধাবিতে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০১৮ সালের বর্ষসেরা একাদশঃ
রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, জো রুট, বিরাট কোহলি (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জস বাটলার (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, রশিদ খান, কূলদ্বীপ যাদব, মুস্তাফিজুর রহমান, জাসপ্রিত বুমরাহ।