রবিবার মারা গেছেন আইসিসি’র এক নম্বর টি-২০ বোলার তথা সেরা ওয়ানডে অলরাউন্ডার রশিদ খানের বাবা৷ আফগান স্পিনার নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর পিতৃবিয়োগের খবর জানিয়েছিলেন। তবে পিতৃবিয়োগের শোক নিয়েই আজই মাঠের খেলার ফিরলেন রশিদ খান।
টুইটারে রশিদ লেখেন, ‘আজ আমি জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি চিরপ্রজ্জ্বললিত প্রদীপ বাবাকে হারালাম৷ এতদিনে আমি বুঝলাম কেন আপনি আমাকে সবসময় দৃঢ় হতে বলতেন৷কারণ আপনি জানতেন একদিন আপনাকে হারানোর কষ্ট সহ্য করার মতো শক্তি দরকার আমার৷ চিরকাল আমার প্রর্থনায় বেঁচে থাকবেন আপনি৷ আপনার অভাব বোধ করছি৷’
রশিদ খান এই মুহূর্তে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশ লিগ খেলতে ব্যস্ত৷ বাবার মৃত্যুতে স্বাভাবিকভাবেই দেশে ফিরছেন ২০ বছর বয়সি আফগান স্পিনার৷ অ্যাডিলেড স্ট্রাইকার্সের তরফেও টুইটারে সমবেদনা জানানো হয়েছে রশিদকে৷
তবে রশিদ খানের পিতার মৃত্যুর পর দিনই অথাৎ আজ বিগ ব্যাশ লিগ তার দল মাঠে নামছে। এ ম্যাচে তার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। কিন্তু বিগ ব্যাশে তাঁর ফ্র্যাঞ্চাইজি দল অ্যাডিলেড জানিয়েছে বছরের শেষ দিনের ম্যাচে খেলবেন ২০ বছর বয়সী এই বোলার। বাবাকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন রশিদ।
অ্যাডিলেড স্ট্রাইকার্সের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, ‘অ্যাডিলেড স্ট্রাইকার্স জানাচ্ছে সিডনি থান্ডার্সের বিপক্ষে আজ দুপুরের ম্যাচে খেলতে চান রশিদ খান। বাবাকে সম্মান জানাতেই খেলবেন তিনি। রশিদের বাবা গতকাল রাতে মারা যান এবং রশিদ সিদ্ধান্ত নেন তিনি অ্যাডিলেডেই থাকবেন এবং খেলবেন।
উল্লেখ্য, সিডনি থান্ডার্সের বিপক্ষে টসে জিতে প্রথম ব্রাট করছে রশিদ খানের দল অ্যাডিলেড স্ট্রাইকার্স। তারা নির্ধারীত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছে। দলের ওপেনার এলেক্স ক্যারি ৪০ বল থেকে ৫৯ রান করেছেন। এছাড়া ওয়ান ডাউনে নামা কলিন ইনগ্রাম ৪৩ বল থেকে ৭৫ রানের ইনিংস খেলেন।