Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাশিয়ায় মার্কিন গোয়েন্দা সদস্য আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ১০:০৭ AM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ১০:০৭ AM

bdmorning Image Preview


গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন নাগরিককে আটক করেছে রাশিয়া। রাশিয়ার অভিযোগ অভিযুক্ত ওই ব্যক্তি মার্কিন গোয়েন্দার সদস্য।

রুশ ফেডারেল সিউরিটি সার্ভিস (এফএসবি) জানায়, আটক মার্কিন নাগরিকের নাম পল ওয়েলান। গত শুক্রবার গোয়ন্দাবৃত্তি করার সময় তাকে আটক করা হয় বলে জানানো হয়।

দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, রাশিয়ার একটি অভ্যন্তরীণ গোয়েন্দা নেটওয়ার্ক রাজধানী মস্কো থেকে আমেরিকার ওই ব্যক্তিকে আটক করেছে। এছাড়া ওই ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য মামলাও করা হয়েছে।

তবে অভিযুক্ত মার্কিন নাগরিক পল ওয়েলান রাশিয়ার ভেতরে কি ধরনের গোয়েন্দাবৃত্তি চালিয়েছে তা কোনো সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়নি।

এক খবরে বলা হয়েছে, মার্কিন নাগরিক পল দোষী প্রমাণ হলে ২০ বছর জেল হতে পারে।

Bootstrap Image Preview