Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১০ জানুয়ারির আগেই মন্ত্রিসভার শপথ : কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ১২:৫১ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ১২:৫১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আগামী ১০ জানুয়া‌রি জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের স্ব‌দেশ প্রত্যাবর্তন দিবসের আগেই ম‌ন্ত্রিসভার শপথ হ‌তে পা‌রে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

এর আগে সংসদ সদস্য‌দের গে‌জেট হ‌বে এবং শপথ গ্রহণ হ‌বে। গে‌জে‌টের পর শেখ হা‌সিনা রাষ্ট্রপ‌তির স‌ঙ্গে সাক্ষাত কর‌বেন। মেজ‌রি‌টি দ‌লের প্রধান হি‌সে‌বে রাষ্ট্রপ‌তি শেখ হা‌সিনা‌কে সরকার গঠন করার জন্য আহ্বান জানা‌বেন।

মঙ্গলবার ধানম‌ন্ডির আওয়ামী লীগ সভাপ‌তির কার্যাল‌য়ে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলাপকা‌লে ওবায়দুল কা‌দের এসব কথা ব‌লেন।

১০ জানুয়া‌রি সকাল ৭টায় ধানম‌ন্ডির ৩২ নম্ব‌রে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের প্র‌তিকৃ‌তি‌তে শ্রদ্ধা নি‌বেদন, বিকেলে কৃ‌ষি‌বিদ ইন‌স্টি‌টিউশ‌নে আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌বে। এতে প্রধান অ‌তি‌থি থাক‌বেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। এ ছাড়া ৭ মার্চ পল্টন ময়দা‌নে জনসভা অনু‌ষ্ঠিত হ‌বে ব‌লেও জানান ওবায়দুল কা‌দের।

Bootstrap Image Preview