ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিধসে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন।
গতকাল সোমবার পশ্চিম জাভার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
দেশটির দুর্যোগ সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ভূমিধসে দুজন আহত ও ৩০টি বাড়ি মাটিচাপা পড়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরও নুগ্রোহো বলেন, ‘এবড়োখেবড়ো পাথুরে রাস্তা ও বৃষ্টিতে উদ্ধার অভিযান কঠিন করে তুলেছে।’
চাপাপড়া জীবিতদের খুঁজতে ভারি যন্ত্রপাতি দরকার বলে জানিয়েছেন তিনি।