Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আজ শপথ নেবেন ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৫:২৪ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৫:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আজ (মঙ্গলবার) শপথ নেবেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট ডানপন্থি সাবেক সেনা প্রধান জেইর বোলসোনারো (৬৩)। গত ২৮ অক্টোবর বামপন্থি ওয়ার্কার্স পার্টির ফার্নান্দো হাদ্দাদকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন জেইর বোলসোনারো।

নির্বাচনী প্রচারণায় দেশজুড়ে ভয়াবহ অপরাধ ও দুর্নীতি দমনের প্রতিজ্ঞা করেছেন বোলসোনারো। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে কংগ্রেসের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিসে সাতবার দায়িত্ব পালন করেছেন তিনি।

এর আগে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সদস্য ছিলেন বোলসোনারো। তবে বর্তমানে তিনি সোস্যাল লিবারেল পার্টির (পিএসএল) হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

একজন রাজনীতিক হিসেবে দেশের রাজনীতিতে পা রাখার আগে বোলসোনারো ব্রাজিলের সেনাবাহিনীতে কাজ করেছেন। তিনি প্রথমদিকে প্যারাসুট বাহিনীর সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

একজন আইনপ্রণেতা হিসেবে তিনি সশস্ত্র বাহিনীরও প্রতিনিধিত্ব করবেন। নির্বাচিত হওয়ার পরেই তিনি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে সাত সাবেক সেনার নাম ঘোষণা করেছেন।

Bootstrap Image Preview