সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৩টি কেন্দ্রের ভোটগ্রহণ আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এই আসনে ১২৯ কেন্দ্রের ফলাফলে ‘ধানের শীষ’ প্রতীকে আবদুস সাত্তার ভূইয়া পেয়েছেন ৮২ হাজার ৭২৩ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন ‘কলার ছড়ি’ প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট।
ফলে প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯টি। আর ওই তিন কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ১০ হাজার ৫৭৪।
উল্লেখ্য, গত রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে একযোগে ভোট অনুষ্ঠিত হয় সেখানে মোট ২৬৬টি আসন পেয়েছে আওয়ামী লীগ আর জোট সঙ্গি জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী তিন তারিখ মহাজোটের নতুন সরকার শপথ গ্রহণ করবে বলে জানা যায়।