Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে বিএসএফ'র হাতে গরু ব্যবসায়ীর নিহত

হরিপুর (ঠাকুরগাঁও প্রতিনিধি) 
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১০:৫৪ AM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১০:৫৪ AM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরি সীমান্তে বিএসএফ'র (ভারতের সীমান্তরক্ষী বাহিনী) হাতে এক গরু ব্যবসায়ীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যবসায়ীর নাম মিজানুর রহমান (৩৫)।  

মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে এ ঘটনাটি ঘটে। মিজানুর রহমান উপজেলার কিসমত এলাকার ডাকনাম টেনেক ছেলে।

জানা যায়, মঙ্গলবার ভোরে ডাবরী সীমান্তের দিয়ে অবৈধ পথে ভারত থেকে গরু নিয়ে আসার সময় ভারতীয় বিএসএফ বাহিনী তাকে আটক করে। পরে সীমান্তে ৩৬৭ মেইন পিলার সংলগ্নে তার লাশ পরে থাকতে দেখা যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ডাবরী সীমান্তের বিজিবি কর্তৃপক্ষ নিহতের লাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এ বিষয়ে হরিপুর থানার এস আই তাজরুল ইসলাম বলেন, আমাদের কাছে ডাবরী সীমান্তের বিজিবি কর্তৃপক্ষ মিজানুর রহমানের লাশ হস্তান্তর করেছে। ময়নাতদন্তের পর সঠিক বিষয়টি জানা যাব।

Bootstrap Image Preview