Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

একজন যাত্রী নিয়ে উড়াল দিল বিমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১১:০৫ AM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১১:০৫ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ফিলিপাইনের বাসিন্দা লুইজা এরিপ্সে মনে রাখার মতো কাটালেন তার বড়দিন । ফিলিপাইনের দাভাও থেকে ম্যানিলা পর্যন্ত বিমানে একমাত্র যাত্রী হিসেবে ভ্রমণ করলেন তিনি। এই গোটা ঘটনার অভিজ্ঞতার বিবরণ লুইজা শেয়ার করেছেন ফেসবুকে।

নিজের ফেসবুকে লুইজা লিখেছেন যে, গত ২৪ ডিসেম্বর দাভাও থেকে ম্যানিলাগামী ফিলিপাইন এয়ারলাইন্সের বিমান পিআর ২৮১০-তে উঠে থতমত খেয়ে যান তিনি। কারণ বিমানে যাত্রী বলতে একমাত্র তিনিই। প্রথমে একটু ঘাবড়ে গেলেও, বিমান কর্মীরা তাকে জানান যে বিমান বাতিল করা হচ্ছে না। শুধু তাই নয়, বিমানে রীতিমতো তারকার মর্যাদাও পান তিনি।

ওই বিমানে বেশ কিছু সেলফিও তোলেন লুইজা। তার তোলা ছবিগুলিতে লুইজার পিছনে দেখা যাচ্ছে সারিবদ্ধ খালি বিমানের সিট। বিমানের কর্মীদের সঙ্গেও সেলফি তুলতে দেখা যায় তাকে। বিমানের কর্মী ও কেবিন ক্রুরা বেশ খোশমেজাজেই ‘পোজ’ দিয়েছেন লুইজার সঙ্গে।

সাধারণত যাত্রী সংখ্যা নগন্য হলে, আর্থিক ক্ষতির কারণে সেই বিমানটি বাতিল করা হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে তা হওয়ায়, ফিলিপাইন এয়ারলাইন্সকে ধন্যবাদ জানাতেও ভোলেননি লুইজা।

Bootstrap Image Preview