আসন্ন বিপিএলের ৬ষ্ঠ আসরের চিটাগাং ভাইকিংস দলের অধিনায়কের দায়িত্ব পেলেন মি ডিপেন্ডবল মুশফিকুর রহিম। মঙ্গলবার তাদের তরফ থেকে সাংবাদিকদের খবরটি নিশ্চিত করা হয়।
গেল আসরে বিপিএলে মুশির অধিনায়কত্ব নিয়ে অনেক সমালোচনা করেছিলেন। বরিশাল বুলসের মালিক আব্দুল আওয়াল চৌধুরী বুলু এ বিষয়ে সরাসরি বক্তব্য ও দিয়েছিলেন যে মুশফিক প্লেয়ারদের সঠিকভাবে ব্যাবহার করতে পারেন না। এমনকি তাদেরকে নিয়ন্ত্রন করতে ব্যর্থ হওয়াসহ দলের টিম মিটিংয়েও নাকি নিয়মিত উপস্থিত থাকতেন না।
তবে এবার চট্টগ্রাম দলটি এই মুশির উপর ভরসা রেখেই তার কাধে অধিনাকত্বের গুরু দায়িত্ব তুলে দিয়েছে। তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণে ভালো একটি দল তৈরী করেছে তারা।
বরিশালের অধিনায়কত্ব মুশফিকে দেওয়ার পাশাপাশি আরও একটি খবর আছে চট্টগ্রামের দলটির সমর্থকদের জন্য। অস্ট্রেলিয়ান সায়মন হেলমটকে নতুন কোচ হিসেবে বেছে নিয়েছে চিটাগাং ভাইকিংস। দলটির প্রধান টেকনিক্যাল ডিরেক্টর মিনহাজুল আবেদিন নান্নু আজ সকালেই এ তথ্য নিশ্চিত করেছেন।