বল বিকৃতি কাণ্ডে একবছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। নতুন বছরের মার্চে নির্বাসন উঠবে দুই ক্রিকেটারের। এটা ঘটনায় যে দুই সেরা ব্যাটসম্যানকে ছাড়া দুর্বল দেখাচ্ছে অস্ট্রেলিয়াকে। ব্যাটিংয়ের সেই গভীরতাই নেই। চলতি সিরিজে ভারতীয় বোলাররা কাঁদিয়ে ছাড়ছেন টিম পেইনদের।
সিডনি টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন অসি অধিনায়ক। তিনি দেশবাসীকে অনুরোধ করেছেন স্মিথ ও ওয়ার্নারকে ক্ষমা করে দেওয়ার জন্য। পেইনের অনুরোধ, দেশবাসী যেন দুই ক্রিকেটারকে আর একটা সুযোগ দেয় শুদ্ধিকরণের।
এর আগে পেইন বলছিলেন, 'নির্বাসন উঠলে দুই ক্রিকেটারকেই দলে স্বাগত জানানো হবে। তবে আমি চাইব দেশবাসী যেন দুই ক্রিকেটারকে আবার আপন করে নেয়। বাকি ক্রিকেটারদের মতন যেন স্মিথ ও ওয়ার্নারকেও একই চোখে দেখা হয়। যদিও সবার নিজস্ব মতামত আছে। কিন্তু স্মিথ এবং ওয়ার্নারের আর একটা সুযোগ প্রাপ্য।'
গতবছরের মার্চে কেপটাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডের জন্য নির্বাসিত হতে হয় স্মিথ, ওয়ার্নারকে। ব্যাংক্রফট অবশ্য নয় মাসের নির্বাসন কাটিয়ে বিগ ব্যাশে খেলা শুরু করেছেন গত সপ্তাহেই। মার্চে সংযুক্ত আরব আমীরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। টিম পেইনের আশা সেই সিরিজেই দলে দেখা যাবে স্মিথ, ওয়ার্নারকে।