Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীর মৃত্যুর খবরে চির বিদায় নিলেন স্বামী

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০৩:০৫ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০৩:০৫ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামে স্ত্রী আলেয়া বেগমের (৫০) মৃত্যুর খবর শুনে মারা গেছেন চিকিৎসাধীন স্বামী ইয়াকুব আলী মন্টু (৫৬)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ইয়াকুব আলী মন্টুর পরিবারে সদস্য ইউনুস আলী জানান, গত দু’দিন হলে মন্টু কিডনি রোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে মন্টুর স্ত্রী আলেয়া বেগম হঠাৎ করে মারা যায়। এ খবর পেয়ে তার স্বামী মন্টু চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করে। তিনি আরও জানান, আজ বুধবার তাদের দাফন সম্পন্ন করা হবে।

স্বামী-স্ত্রীর একসাথে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তারা এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

বুধবার দুপুরে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ স্বামী-স্ত্রীর একসাথে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

Bootstrap Image Preview