Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পার্বতীপুর ও ফুলবাড়ির মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে: গণশিক্ষামন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০৫:১৯ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০৫:১৯ PM

bdmorning Image Preview


বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসন (পার্বতীপুর- ফুলবাড়ী উপজেলা) থেকে নৌকা প্রতীক নিয়ে ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬৮০। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির আলহাজ্জ্ব এজেডএম রেজওয়ানুল হক পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৬৭ ভোট।

আসনটিতে মোট ভোট সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৬৬৪। এর মধ্যে পার্বতীপুরে ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৬৮৫ ও ফুলবাড়ী উপজেলায় ১ লাখ ৩২ হাজার ৯৮১ জন।

জানা যায়, দিনাজপুর-৫ আসনে নৌকা ও ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ৭৯ দশমিক ৪৫ ভাগ। তার মধ্যে পার্বতীপুর পৌরসভা ও ১০ ইউনিয়নে এ দুই প্রার্থী মোট ভোটের মধ্যে শতকরা ৮০ দশমিক ৪০ ভাগ ভোট পেয়েছেন। ফুলবাড়িতে তারা পেয়েছেন ৭৭ দশমিক ৩০ ভাগ।
পার্বতীপুর উপজেলায় নৌকা প্রতীকে ভোট পড়েছে ১ লাখ ৩৪ হাজার ১৪২ ও ধানের শীষ প্রতীকে পড়েছে ৮০ হাজার ২৯১ ভোট। অন্যদিকে, ফুলবাড়ি উপজেলায় নৌকা প্রতীকে ভোট পড়েছে ৫৪ হাজার ৫৩৮ এবং ধানের শীষে ৪৮ হাজার ২৭৬ ভোট।

অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ১৯৮৬ সালে নৌকা প্রতীক নিয়ে এ আসনে সর্বপ্রথম নির্বাচন করে বিজয়ী হন। ওই নির্বাচনে আওয়ামী লীগ জোটের মনোনীত প্রার্থী ছিলেন জাসদের স্থানীয় নেতা মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল জব্বার মন্ডল। তার প্রতীক ছিল মাছ মার্কা। এ আসনে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বিজয়ী হন।

এবারের নির্বাচনে তার বিজয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সময়ে মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়িত হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে যুগ যুগ ধরে ঝুলে থাকা ছিটমহল সমস্যার সমাধান হয় এ সময়ে। তার সময়ে সমুদ্র জয় হয় বাংলাদেশের পক্ষে।বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপনের মধ্যদিয়ে মহাকাশেও বাংলাদেশের উন্নয়নের স্মারক স্থাপন করেন বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা। এভাবে দৃশ্যমান, অদৃশ্যমান সব ধরনের কাজে তিনি সারা বিশ্বের নজর কাড়েন।

তিনি বলেন, পার্বতীপুরেও ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে এ সময়ে। এর ফলে দিনাজপুর-৫ আসন তথা পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার মানুষ উন্নয়নের ধারাবাহিকতার পক্ষে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করেন বলে তিনি উল্লেখ করেন।

Bootstrap Image Preview