রাজধানীর মালিবাগে বাসচাপায় দুই নারী গার্মেন্ট কর্মী নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার সুপ্রভাত পরিবহনের বাসচালক মো. জুনায়েদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
কারাগারে আটক রাখতে আদালতে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক ফারুক খান। পরে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর মালিবাগে সুপ্রভাত পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই নারী গার্মেন্ট শ্রমিক নিহত হন। নিহতরা হলেন- নাহিদ পারভীন পলি ও ১৩ বছর বয়সী মিম। তারা এমএইচ গার্মেন্ট শ্রমিক হিসেবে কাজ করতেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় সহকর্মীরা মালিবাগ-রামপুরা সড়ক অবরোধ করে। পরে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।