স্পট ফিক্সিংয়ের ফাঁদে জড়িয়ে প্রায় শেষ হয়ে যাচ্ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। কিন্তু অনেক কষ্ঠে ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে পারফম্যান্সে করে আবারো জাতীয় দলে খুব কাছে চলে এসেছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। এমনকি ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় সুযোগ পেয়ে গিয়েছিলেন পাকিস্তানের এই তারকা ওপেনার। কিন্তু তার সেই পথে নাকি কাটা হয়ে দাঁড়ান পাক দলের আরেক সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান বাট জানিয়েছেন, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাটকে নিতে চেয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। এমনকি কোচ ওয়াকার ইউনিস তাকে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) ডাকেন। এবং সেখানে ওয়াকার ও ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার তার ফিটনেস সম্পর্কে খোঁজ নেন। নেটে ব্যাটিংও দেখেন। কিন্তু আশা জাগিয়েও সেটা আর হয়ে উঠেনি। তার কারণ তৎকালীন অধিনায়ক শহীদ আফ্রিদির আপত্তি।