Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০৬:১৮ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০৬:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আস্থা এবং নিরঙ্কুশ বিজয়ে ভূমিকা রাখায় মুক্তিযোদ্ধার সন্তান ও তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২ জানুয়ারি) গণভবনে গিয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দেশরত্ন শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় যুদ্ধাপরাধী পক্ষকে বর্জন করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি আস্থা রাখায় মুক্তিযোদ্ধার সন্তান ও তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এ সময় সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য ও শহীদ সংসদ সদস্য নুরুল হক হাওলাদারের মেয়ে জোবায়দা হক অজন্তা, প্রেসিডিয়াম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. কাজী সাইফুদ্দীন, প্রেসিডিয়াম সদস্য ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview