ফরিদপুরের চরভদ্রাসনে পবিত্র কুমার শীল (৩৬) নামে এক যুবকের গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১ জানুয়ারি) দিবাগত রাতে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে ওই যুবক আত্মহত্যা করে। নিহত পবিত্র কুমার শীল গাজীরটেক ইউনিয়নের চরঅযোদ্ধা গ্রামের সুবোধ শীলের ছেলে। সে পেশায় নরসুন্দর ছিল।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বাড়ির সকলের অজান্তে ঘরের মধ্যে গলায় ওড়না পেচিঁয়ে কুমার শীল আত্মহত্যা করেছে। বাড়ির লোকজন খোঁজাখুজিঁর একপর্যায়ে ঘরের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী নিহতের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।