‘আগামী পাঁচ বছরে দেশ এতটাই সফল হবে যে, দেশের মানুষ তা কল্পনাও করতে পারবে না’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের ২০১৯ সালের আয়োজিত প্রথম অনুষ্ঠানে এই কথা বলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া তিনি জানান, প্রধানমন্ত্রী যেখানে দায়িত্ব দিবেন সেখানেই কাজ করবেন।
আজ বুধবার বিকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত ২০১৯ সালের প্রথম মিট দ্যা প্রেস অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, অনেক কষ্ট করে নির্বাচনে বিজয়ী হয়ে এসেছি আমি ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান। ভেবেছিলাম সাংবাদিক বন্ধুরা আজ আমাদের মিষ্টি খাওয়াবেন।
তিনি আরও জানান, আমরা আশঙ্কাতে ছিলাম ডিসেম্বর মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যেতে পারে। কিন্তু আর ঠিক উল্টো দিক হয়েছে। বিগত কয়েক বছয়ের মধ্যে রেকর্ড পরিমাণের পণ্যের দাম কমেছে এই মাসে। যেহেতু ডিসেম্বর মাসে নির্বাচিন ছিল, এসময় পাড়া মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে নির্বাচনী ক্যাম্প, প্রার্থীর প্রচারণা কেন্দ্রেগুলোতে চায়ের চাপ বাড়ে। এর জন্য ধারণ করা হচ্ছিল, চিনি ও দুধের দাম বেড়ে যাবে। কিন্তু এই মাসের উল্টো চিনির দাম ২০% কমেছে এবং দুধের দাম কমেছে ১১%।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, তিনি এই মন্ত্রণালয়ের পুনরায় মন্ত্রী থাকবেন কি না আগে থেকেই কিছু বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রী তাকে যেখানে দায়িত্ব দিবেন সেখানেই কাজ করবেন।
তিনি আরও বলেন, সবাইকে তো সুযোগ দিতে হবে। আর আমি যেখানেই থাকি না কেন ‘আপনারা মেহেরবানি করে ভুলেন না আমায়’।