সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একমাত্র স্থগিত থাকা গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে পুনঃতফসিল ঘোষণার পর নতুন করে আরও ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, আওয়ামী লীগের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হক ও ডা. ইয়াকুব-উল-আজাদ এবং জাতীয় পার্টির মনঞ্জুরুল হক সাচ্চা।
আজ বুধবার মনোনয়নপত্র জমার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নতুন ৪ জনসহ এই আসনে এখন প্রার্থী সংখ্যা ১১। নির্বাচন স্থগিত হওয়ার আগে থেকে প্রার্থী হিসেবে এ আসনে আছেন আওয়ামী লীগের ডা. ইউনুস আলী সরকার, জাতীয় পার্টির ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি, ইসলামী আন্দোলনের হানিফ দেওয়ান, বাসদ মনোনীত বাম গণতান্ত্রিক জোটের সাদেকুল ইসলাম, ন্যাশনাল পিপল্স পার্টির মিজানুর রহমান তিতু এবং স্বতন্ত্র আবু জাফর মো. জাহিদ নিউ।
এতে করে এই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সেবাস্টিন রেমা। পরে পুনঃতফসিল ঘোষণা করা হয়। সেই অনুযায়ী ২৭ জানুয়ারি ভোট গ্রহণ হবে।
উল্লেখ্য, গত ৩০ তারিখ সারা দেশে এক যোগে মোট ২৯৯ টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুধু মাত্র এই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। কারণ হিসেবে নির্বাচন অফিস বলছে,গত ১৯ ডিসেম্বর এ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মৃত্যুবরণ করেন।