এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ ( ভৈরব-কুলিয়ারচর) আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে নিয়ম অনুযায়ী বিজয়ী প্রার্থীর প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়ে যায়।
যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন, বিএনপির (ধানের শীষ) প্রার্থী শরীফুল আলম, জাতীয় পার্টির (লাঙ্গল) নুরুল কাদের সোহেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মোহাম্মদ মুছা খান, বাংলাদেশ ইসলামী ফ্রট (মোমবাতি) হাজী মোঃ রুবেল হোসেন।
এই আসন থেকে আ.লীগ প্রার্থী (নৌকা) নাজমুল হাসান পাপন বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়। তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট পেয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৯শ' ৩৩।
জানা গেছে, এই আসনে এবারের নির্বাচনে শরীফুল আলম ভোট পেয়েছে ২৮ হাজার ৮৪ ভোট, নুরুল কাদের সোহেল ভোট পেয়েছে ১০৬৯ ভোট, মোহাম্মদ মুছা খান ভোট পেয়েছে ১৮০১ ভোট এবং মোঃ রুবেল হোসেন ভোট পেয়েছে ৭৮৫ ভোট। তাদের ৪ জনই নির্বাচনে বিজয়ী প্রার্থীর প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পায়নি। এ কারণে ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।