Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ ও ভারতের মধ্যে সোনালি দিনের সূচনা হয়েছে: শ্রিংলা

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১১:০৫ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১১:০৫ PM

bdmorning Image Preview


ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে সোনালি দিনের সূচনা হয়েছে। বাংলাদেশের নতুন সরকারকে ভারত সমর্থন জানাচ্ছে।

এ ছাড়া নির্বাচনে বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে ফোন করে শুভেচ্ছা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন।

আজ বুধবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে হর্ষবর্ধন শ্রিংলা সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, নির্বাচন পরবর্তী শুভেচ্ছা জানাতে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছি। এ ছাড়া আমিও চলে যাচ্ছি। সবমিলিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হ্যাট্রিক জয়কে আমাদের প্রধানমন্ত্রী শুভকামনা জানিয়েছেন। এতে করে দুদেশের মধ্যকার সম্পর্ক আরো সমৃদ্ধ হবে।

হর্ষবর্ধন শ্রিংলাকে যুক্তরাষ্ট্রের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ায় বাংলাদেশে ভারতীয় দূতাবাসে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রিভা গাঙ্গুলি দাস। এ উপলক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

Bootstrap Image Preview